কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ ও চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর উপ-নির্বাচনের ভোট গ্রহন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরাপত্তার সাথে সম্পন্ন হয়েছে।
শনিবার(১০ অক্টোবর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শান্তিপূর্ণভাব ভোটগ্রহন সম্পন্ন হয়।পরে সন্ধায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।
ভূরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী প্রভাষক মোঃ সাখাওয়াৎ হোসেন সানোয়ার নৌকা প্রতিকে ২৮২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
অপরদিকে চিলমারী উপজেলার থানাহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর উপ-নির্বাচনে আব্দুর রহিম সিলিং ফ্যান প্রতীকে ১১৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম'র নির্দেশনায় জেলা পুলিশের সদস্যরা নিরপেক্ষ ও নিরাপত্তার সাথে সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন সম্পন্ন করেন।
গত বছরের ডিসেম্বরে জয়মনিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জালাল উদ্দিনের মৃত্যু হলে পদটি শূন্য ঘোষণা করে উপনির্বাচন দেয় নির্বাচন কমিশন।
নি এম/রতি
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com