মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪
মঙ্গলবার, ৩রা বৈশাখ ১৪৩১
সর্বশেষ
 
 
করোনা মোকাবেলায় ২৫ লাখ ডলারের সহায়তা দেবে যুক্তরাষ্ট্র
প্রকাশ: ০৯:১৬ pm ১৩-০৩-২০২০ হালনাগাদ: ০৯:১৬ pm ১৩-০৩-২০২০
 
এইবেলা ডেস্ক
 
 
 
 


করোনা মোকাবেলায় বাংলাদেশ সরকারের প্রস্তুতি ও প্রতিরোধ প্রচেষ্টাকে সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ইউএসআইডির মাধ্যমে ২৫ লাখ মার্কিন ডলার দেবে। 

বৃহস্পতিবার (১২ মার্চ) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশে কভিড-১৯ মোকাবেলার প্রস্তুতি ও সাড়া প্রদানে ইউএসএআইডির মাধ্যমে দ্রুত সময়ে ২৫ লাখ ডলার সংস্থান করেছে। ইউএসএআইডির এ অর্থায়ন তিনটি অগ্রাধিকার ক্ষেত্রে ব্যবহার হবে। প্রথমটি হলো স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি) পদ্ধতি জোরদার করা, দ্বিতীয়টি নমুনা পরিবহন এবং যথাস্থানে প্রেরণ (রেফারেল) ব্যবস্থা উন্নয়ন। তৃতীয়টি ঝুঁকি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে তথ্য যোগাযোগ ও প্রচার। এটি স্বাস্থ্য খাতে ইউএসএআইডি এবং যুক্তরাষ্ট্র সরকারের চলমান অন্যান্য বিনিয়োগকে আরো শক্তিশালী করবে।

মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার ১১ মার্চ এ অর্থসহায়তা এবং এ ব্যাপারে যুক্তরাষ্ট্র সরকারের কর্মপরিকল্পনা জানাতে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরার সঙ্গে সাক্ষাৎ করেন।

নি এম/

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
আরও খবর

 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2024 Eibela.Com
Developed by: coder71