মঙ্গলবার, ১৪ জানুয়ারি ২০২৫
মঙ্গলবার, ১লা মাঘ ১৪৩১
সর্বশেষ
 
 
এনসিসি ব্যাংকে চাকরির সুযোগ
প্রকাশ: ০৭:০৯ am ১৭-০৪-২০১৬ হালনাগাদ: ০৭:১৪ am ১৭-০৪-২০১৬
 
 
 


এইবেলা জবস ডেস্কঃ   বেসরকারি ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান এনসিসি ব্যাংক এ  জুনিয়র অফিসার  (সাধারণ), সহকারী অফিসার (সাধারণ), সহকারী অফিসার (ক্যাশ), পদে জনবল নিয়োগ করবে। আগ্রহীরা আগামী ২8 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।



প্রতিষ্ঠানের নাম: এনসিসি ব্যাংক


পদের নাম:

জুনিয়র অফিসার (সাধারণ), সহকারী অফিসার (সাধারণ), সহকারী অফিসার (ক্যাশ)


শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর ডিগ্রী

অভিজ্ঞতা: প্রয়োজন নেই
বয়স: অনূর্ধ্ব ৩0 বছর, মুক্তিযোদ্ধা কোটায় সবোর্চ্চ৩২ বছর 
শর্তাবলী: নির্বাচিত প্রার্থীদের চার বছরের জন্য চুক্তি হতে হবে ।

বেতন: প্রথম এক বছর জুনিয়র অফিসার (সাধারণ) ২৫০০০ টাকা, এবং সহকারী অফিসার (সাধারণ), সহকারী অফিসার (ক্যাশ) ২০০০০ টাকা ।  এক বছর সফল ভাবে উওীর্ণ হলে ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রদান করা হবে ।


কর্মস্থল: দেশের যেকোনো জেলা 

আবেদনের নিয়ম:  আগ্রহীরা  এনসিসি ব্যাংক এর ওয়েব সাইটের মাধ্যমে  www.nccbank.com.bd   আবেদন করতে পারবেন। 
 

এইবেলা ডটকম/ দিদার/ এসসি 

 
 
 
   
  Print  
 
 
 
 
 
 
 
 
 
 
 

 

Editor & Publisher : Sukriti Mondal.

E-mail: eibelanews2022@gmail.com

a concern of Eibela Ltd.

Request Mobile Site

Copyright © 2025 Eibela.Com
Developed by: coder71