সরকারবিরোধী বিক্ষোভকারীদের সমর্থন দেওয়ায় ইরানের এক শীর্ষ অভিনেত্রীকে গ্রেপ্তার করেছে ইরানের পুলিশ।
ইরানে কয়েক মাস ধরে চলমান বিক্ষোভ নিয়ে ‘মিথ্যা ছড়ানোর’ অভিযোগে তারানা আলিদোস্তি নামের ওই অভিনেত্রীকে আটক করা হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বিবিসি।
গত সপ্তাহে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে তারানা ইরানে বিক্ষোভের সঙ্গে জড়িত এক ব্যক্তির ফাঁসি কার্যকরের তুমুল সমালোচনা করেছিলেন।
অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য সেলসম্যানে’ অভিনয় করে খ্যাতি কুড়ান ৩৮ বছর বয়সী এ অভিনেত্রী।
মোহসেন শেকারির ফাঁসির বিরুদ্ধে কথা না বলা আন্তর্জাতিক সংস্থাগুলোকে একহাত নেন তিনি।
ইরানি কর্তৃপক্ষ মোহসেন শেকারিকে ‘দাঙ্গাকারী’ অভিহিত করে সেপ্টেম্বরে তেহরানের একটি প্রধান সড়ক আটকে রাখা এবং বড় ছোরা দিয়ে আধাসামরিক বাহিনীর এক সদস্যকে জখম করার দায়ে তার ফাঁসি কার্যকর করে।ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা’র টেলিগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে বলা হয়েছে, সুপরিচিত এ অভিনেত্রী ‘তার দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো নথি’ হাজির করতে ব্যর্থ হওয়ায় পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।
এইবেলাডটকম/মভশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com