পঞ্চগড়ের আটোয়ারীতে ১৩ জন জুয়ারিকে জেল হাজতে প্রেরণ করেছে ভ্রাম্যমান আদালত।
শুক্রবার সকালে আটককৃত ১৩ জুয়ারীকে পঞ্চগড় জেল হাজতে প্রেরণ করা হয়।
আদালত সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় আটোয়ারী থানা পুলিশ উপজেলার রাধানগর ইউনিয়নের রসেয়া দিনমারা এলাকা থেকে জুয়া খেলার সময় ১৩ জন জুয়ারিকে হাতেনাতে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করে। আদালতের বিচারক আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট আবু তাহের মোঃ সামসুজ্জামান প্রত্যেকে ৭ দিনের সশ্রম কারাদণ্ড প্রদান করেন।
আটককৃতরা হলেন গোপালজোত গ্রামের বিদ্যা মোহনের পুত্র কৃষ্ণ বর্মণ (২৫), চৈতন্য বর্মনের পুত্র মহেন্দ্র বর্মণ (৩৮), রসেয়া গ্রামের তাজিম উদ্দিন এর পুত্র আব্বাস আলী (৪০), লাটিম বর্মণের পুত্র জিতু রাম বর্মণ (৪০), লাটিম বর্মণের পুত্র নিতাই বর্মণ (৩৪), রহিম উদ্দিন এর পুত্র ফইজ উদ্দিন (৬০), সজার উদ্দিন এর পুত্র বাবুল ইসলাম (৪০), আলিম উদ্দিন এর পুত্র ইয়াকুব আলী (৩৫), মালিগাঁও গ্রামের উত্তম সেন এর পুত্র তারিনি (৫৩), ধুপি দেবনাথ এর পুত্র সবিন্দ্র দেবনাথ (৩৫), লবানু দেবনাথ এর পুত্র রাবিন্দ্র দেবনাথ (৩৫), মহানন্দ দেবনাথ এর পুত্র লিটন দেবনাথ (২৫), নগেন্দ্র বর্মণ এর পুত্র জিতেন বর্মণ (৪৫) কে জুয়া আইনের ১৮৬৭ এর ৪ ধারায় সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
নি এম/নিতিশ
Editor & Publisher : Sukriti Mondal.
E-mail: eibelanews2022@gmail.com